এই অফিস স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সমবায় অধিদপ্তরের আওতাধীন বিভাগীয় যুগ্ম-নিবন্ধক ও জেলা সমবায় অফিসারের অধীন পরিচালিত। বিভিন্ন পেশার সমন্বয়ে সমবায় সমিতি গঠন,পরিচালনা এবং প্রশিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে দেশজুড়ে মানবসম্পদ উন্নয়ন সমবায়ের মূল কাজ। সমবায়ের ভিত্তি হচ্ছে: গণতন্ত্র, সাম্য ও সংহতি এবং এর লক্ষ্য হচ্ছে স্বাবলম্বিতা ও স্বনির্ভরতা। সমবায়ের প্রত্যাশা হলো: গণতন্ত্রমনা, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক নারীপুরুষ নির্বিশেষে সুশিক্ষিত ও সুদক্ষ জনশক্তি গড়ে তোলা এবং সমবায়ের লক্ষ্য হলো: ধনী, দরিদ্র নির্বিশেষে স্বীয় চেষ্টায় উন্নয়নে প্রত্যয়ী জনগোষ্ঠীকে সমবায়ের মাধ্যমে সংগঠিত করে উদ্যোক্তা সৃষ্টি, পূঁজি বিনিয়োগের মাধ্যমে স্বকর্মসংস্থান, আত্মনির্ভরশীল করে দারিদ্র দূরীকরণ, শিক্ষা ও প্রশিক্ষনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস