খুলনা জেলার দিঘলিয়া উপজেলার একটি আদর্শ/মডেল সমিতির সার্বিক কার্যক্রম চিত্র
সমিতির নাম-মিশুক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ
নিবন্ধন নং-১০৯/কে,২৭/০৭/২০১৪ খ্রি.
ঠিকানা-স্বপ্ন বিলাস, বাড়ি নং-১২, রোড নং-০৪, মুজগুন্নি বা/এ বনভবনের বিপরীত পার্শ্বে, জিপিও-৯০০০,খালিশপুর,খুলনা।
সমিতির সদস্য সংখ্যা
সমিতির সদস্য সংখ্যা |
সন |
পুরুষ |
মহিলা |
মোট |
|
২০১৪-২০১৫ |
২৮৪ |
১৩৫ |
৪১৯ |
|
২০১৮-২০১৯ |
৬২৮ |
৫৩৪ |
১১৬২ |
সমিতির শেয়ার মূলধন
সমিতির শেয়ার মূলধন |
সন |
সমিতির শেয়ার মূলধন স্থিতি |
|
২০১৪-২০১৫ |
৬৮৭০০ |
|
২০১৮-২০১৯ |
১৩৫২৭০০ |
সঞ্চয় আমানত
সঞ্চয় আমানত |
সন |
সঞ্চয় আমানত স্থিতি |
|
২০১৪-২০১৫ |
৫১৩১২২৭ |
|
২০১৮-২০১৯ |
২৩৫৮৩২৯৬ |
সদস্যদের মাঝে বিনিয়োগ
সদস্যদের মাঝে বিনিয়োগ |
সন |
সদস্যদের মাঝে বিনিয়োগ স্থিতি |
|
২০১৪-২০১৫ |
৪৮২৪৫৬৮ |
|
২০১৮-২০১৯ |
২০৭১০০৬৭ |
সদস্যদের জীবনমান উন্নয়নে প্রকল্প গঠন
সদস্যদের জীবনমান উন্নয়নে প্রকল্প গঠন |
সন |
সদস্যদের জীবনমান উন্নয়নে প্রকল্প গঠন স্থিতি |
|
|
২০১৪-২০১৫ |
৪৮২৪৫৬৮ |
|
|
২০১৮-২০১৯ |
২০৭১০০৬৭ |
|
বর্তমান প্রকল্প সমুহ
১) মিশুক আবাসন প্রকল্পঃ
এই প্রকল্পে ৩১/১২/২০১৯ পর্যন্ত মাসিক ৫০০০/-টাকায় সহজ কিস্তিতে সমিতির সদস্যরা আবাসন সুবিধা অর্জন করতে পারবে। আলোচনা সাপেক্ষে এই প্রকল্পে সমিতির সদস্যরা ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ করে লাভবান হতে পারছেন। এই প্রকল্পে মিশুক এর ১.২৭৬(এক দশমিক দুই সাত ছয় শতক) নিজস্ব জমি আছে। এ প্রকল্পে বর্তমান বিনিয়োগ ৭৬১২৫২৭/- টাকা।
২) মিশুক মার্কেটিং প্রকল্পঃ
এই প্রকল্পের মাধ্যমে ফরমালিন মুক্ত মৌসুমী ফল ও খাটি মধুর সামাজিক ব্যবসা করা হয়। প্রতি বছর আমের মৌসুমে লিজের মাধ্যমে আম বাগান লিজ নিয়ে আম ক্রয় ও সমিতির সদস্যদের বিশেষ সুবিধায় ফরমালিন মুক্ত ফল খেতে পারবে। এছাড়া সুন্দরবন থেকে সরাসরি মৌয়ালদের মাধ্যমে মধু সংগ্রহ করে খুলনা তথা দেশের বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা বিক্রয় করা হয়। এতে সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বর্তমান বিনিয়োগ-৩৬১৩৩৪/-টাকা।
৩) মিশুক পরিবহন প্রকল্পঃ-
মিশুক তার সমিতির সদস্যদের জীবন মান উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তুলতে বেকার যুবক সদস্যদের সন্ত্রাস/মাদক থেকে দুরে রাখতে বিশেষ এ প্রকল্প গ্রহণ করেছে। সমিতির সদস্য ও মিশুক এর যৌথ সহযোগিতায় সহজ শর্তে শিক্ষিত বেকাররা ইজি বাইক,মাহেন্দ্র বিনিয়োগ সুবিধা দেওয়া হচ্ছে। প্রতিদিনের আয় থেকে দায় পরিশোধ করা যায়। বর্তমানে এই প্রকল্পে ২৮ টি ইজিবাইক, ২ টি সিএনজি ক্রয়ে ঋণ বিনিয়োগ আছে। এ প্রকল্পে বর্তমান বিনিয়োগ-৩৬৫০০০০/-
৪) মিশুক আপন বিনিয়োগঃ
সমিতির সদস্যদের গৃহ সামগ্রি(টিভি,ফ্রিজ,এসি,খাট,ফ্রান,রাইচ কুকার,ওয়ার ড্রপ,আলমারী ইত্যাদি সদস্যদের পছন্দ অনুযায়ী ব্রান্ড) সহজ শর্তে বিনিয়োগ দেওয়া হয়। পন্য সামগ্রীর পন্য সামগ্রী ক্রয়ে সদস্য ও সমিতির যৌথ উদ্যোগে এ সুবিধা দেওয়া হয়। এ প্রকল্পে বর্তমান বিনিয়োগ-৭৬২৮০৫/-টাকা।
৫)মিশুক বিনিয়োগ প্রকল্পঃ
সমিতির সদস্যগন তাদের শেয়ার,সঞ্চয় এর বিপরীতে শুধুমাত্র ব্যবসায়ীক,গৃহ নির্মান,ইত্যাদি উদ্দেশ্য এ প্রকল্প থেকে বিনিয়োগ সুবিধা পেতে পারেন। এ প্রকল্পে সদস্যদের ব্যবসার ধরন বিবেচনা করে যাচাই পূর্বক কিস্তি সুবিধায় সদস্যরা বিনিয়োগ নিতে পারেন। এ প্রকল্পে বর্তমান স্থিতি-২০৭১০০৬৭/-
৬) মিশুক সঞ্চয় প্রকল্পঃ
মিশুক এর মূলধন সংগ্রহ করার প্রধান উৎস হল সমিতির সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়,আজকের সঞ্চয় আগামীদিনের সহায়। এ স্লোগানের ভিত্তিতে সমিতির সদস্যরা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমা করতে পারেন। ক্ষুদ্র সঞ্চয় থেকে পুজি গঠনের মাধ্যমে বিভিন্ন লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা হয়। এ সঞ্চয় জমায় অংশ গ্রহনে সদস্যরা বিশেষ ভাবে লাভবান হয়ে থাকে। বর্তমান সঞ্চয় স্থিতি-২৩৫৮৩২৯৬/-
৭) মিশুক সমাজ উন্নয়নঃ
মিশুক তার সৃষ্টি শীল কর্মকান্ড সকল সদস্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষে সমিতির আয় হতে একটি নির্দিষ্ট অংশ সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে ব্যয় করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য ক)-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।খ)শীতবস্ত্র বিতরণ। গ)ঈদে সেমাই,চিনি বিতরণ। ঘ)এতিম শিক্ষার্থীদের এক একটি মাদ্রাসায় এক এক বছর এতিম শিক্ষার্থীদের পোষাক ও বই কিনতে সহায়তা করে থাকে।
-------
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস